প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১২:০৫ পি.এম
পাবনায় বালুবাহী ট্রাকচাপায় শিশু নিহত

পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বালুবাহী ট্রাকচাপায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফী আজমপুর এলাকার আয়তাল বিশ্বাসের ছেলে ও কালিকাপুর প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু মিয়া।
তিনি জানান, বাসা থেকে বাবার দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন শিশু রাফী। এ সময় বালুবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয়ের সহযোগিতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে দাশুড়িয়া এলাকা থেকে আটক করেন হাইওয়ে পুলিশ। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২