পাবনা প্রতিনিধি।।
পাবনার সুজানগরের দুলাই দক্ষিণপাড়ায় বুধবার (২১ জুন) দৃপুরে বজ্রপাতে কৃষকের ২টি গরু মারা গেছে। এসময় আরও একটি গরু অসুস্থ হয় পড়েছে।
জানা যায়, দুলাই দক্ষিণ পাড়া গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে কৃষক মনজেদ মোল্লা বুধবার দুপুরে ৫টি ষাড় গরু গোসল করিয়ে বাড়ির সামনে সড়কে বেঁধে রাখে। এমন মুহুর্তে বৃষ্টি শুরু হলে মনজেদ ২টি গরু নিয়ে গোয়াল ঘরে রাখেন।
এমন সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে বাইরে রাখা কৃষকের ২টি ষাড় গরু মারা যায় অন্যটি অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়া ২টি ষাড়ের মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে এলাকাবাসী জানান।
মনজেদ জানান, ৬ মাস পূর্বে একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের টাকা দিয়ে তিনি বাছুর গরু ক্রয় করেন। কৃষক মনজেদ গরু মারা যাওয়ায় ঋণের টাকা নিয়ে হতাশা গ্রস্ত হয়ে পড়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮