প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ৫:২৭ এ.এম
পাবনায় ফের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হিড়িক।।
পাবনা প্রতিনিধি।।
পাবনায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে। দুদিনের ব্যবধানে পাবনায় ফের কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এবার পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়েছে।
রোববার -৯ জুন- দিবাগত রাতের কোনো এক সময় এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার -১০ জুন- দুপুরে চুরির ঘটনা জানতে পারেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান- সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশ দিয়ে তিলের জমিতে যাচ্ছিলেন এক কৃষক। এসময় তিনি কবরস্থানে তাকালে কবরের উপরে বাঁশের চাটাই সরানো ও মাটি খোঁড়া দেখতে পান।
পরে তিনি কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান, ৫টি কবর খোঁড়া। ভেতরে মরদেহের কোনো কিছু নেই। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য- এর আগে গত শুক্রবার -৭ জুন- রাতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২