পাবনা প্রতিনিধি।।
পাবনা শহরে পূর্ব বিরোধের জের ধরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কাশেম একই এলাকার আবুল হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গত ৯ ফেব্রুয়ারি রাতে পাবনার শালগাড়িয়ার তালবাগান খাদিজাতুল কুবরা জামে মসজিদের জালসায় আবুল কাশেমের সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার বাবা লাড্ডু সুলতানের৷ পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে দেয়।
আজ রোববার কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে যান। সেসময় সামিরের বাবা লাড্ডু সুলতান কাশেমকে দেখতে পান। তিনি বাড়ি থেকে ছুরি এনে কাশেমকে আঘাত করতে থাকেন। এসময় সামির ও তার বাবার নেতৃত্বে আরও ৭-৮ জন যুবক এসে কাশেমকে ছুরিকাঘাত করতে শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয় লোকজন কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮