প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৯:২২ এ.এম
পাবনায় ধানক্ষেতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ।।
পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাত এক ব্যক্তির -৫৫- গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার -১৮ সেপ্টেম্বর- সকাল ১০টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হয়ত তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।
নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে মরদেহটির পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন- লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পাই।
এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছেন না। পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মরদেহের ছবি দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২