প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ১:১৫ পি.এম
পাবনায় চোরচক্রের দুই সদস্য আটক ১৩টি মোটরসাইকেল উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩টি চোরাইমোটর সাইকেল।
সোমবার-২২জানুয়ারি-দুপুরে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
আটকৃকতরা হলেন পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন-২৬-ও একই এলাকার সাব্বির হোসেন-২৩-।
পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে ও দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ।
এ সময় দুইজনের কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার পলাতক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২