প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৪, ১:৫৯ পি.এম
পাবনায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের হামলা নিহত ১।।
পাবনা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় রাতে ঘুমন্ত অবস্থায় অর্ধশতাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এঘটনায় মারধরের শিকার আছির -৪২- নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার -৬ আগস্ট- দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর গ্রামে হামলায় আহত হয়ে বৃহস্পতিবার -৮ আগস্ট- দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বোন জেলেনা খাতুন।
জেলেনা খাতুন জানান- গত মঙ্গলবার -০৬ আগষ্ট- দিবাগত রাতে ওই গ্রামের তাজমুলের নেতৃত্বে শতাধিক সদস্যের একদল দুর্বৃত্ত দেশীয় তৈরী অস্ত্র নিয়ে অর্ধশতাধিক বাড়িতে হামলা চালায়।
এসময় ঘুমন্ত অবস্থায় তাদের ওপরও হামলা চালায়। হামলাকারীরা ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট সহ বাড়িতে থাকা লোকদের মারধর করতে থাকেন। এসময় আছিরকে দেশীয় অস্ত্র ফালা দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুত্বর আহত করে।
আহত আছিরকে বুধবার সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।
তার আপন ছোটভাই নাজির উদ্দিন ২০২১ সালে একই প্রতিপক্ষর হামলায় নিহত হন বলেও জানান জেলেনা খাতুন।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় সকল কার্যক্রম বন্ধ থাকায় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।
তবে এঘটনায় ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২