প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ৮:৪০ এ.এম
পাবনায় খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত।।

পাবনা প্রতিনিধি।।
পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’।
ব্যাপ্টিস্ট চার্চে সকালে বিশেষ প্রার্থণা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পুরোহিত ইসছাক সরকার।
প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন রয়েছে।
পাবনা সদর, আটঘরিয়া, চাটমোহর, আতাইকুলাসহ বেশ কয়েকটি স্থানে এ উৎসবের আয়োজন ছিলো। বেশ কয়েকটি স্থানে এ উৎসবের আয়োজন ছিলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২