পাবনা প্রতিনিধি।।
পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিদেশি রিভলবার এবং গুলিসহ একজনকে আটক করেছে।
আটককৃত মুক্তার আলী (৫৫) আটঘরিয়া উপজেলার চকচৌকিবাড়ী গ্রামের এসকেন আলীর ছেলে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দায়ের হলে ওই মামলায় আকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার চকচৌকিবাড়ী
গ্রামস্থ পাটকাঠি পোড়ানো ফ্যাক্টরী (কার্বন ফ্যাক্টরী) এর পাহারাদারের শয়ন ঘরে অভিযান চালায়। এসময় একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ পাহারাদার মুক্তার আলীকে আটক করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮