প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৬:০১ এ.এম
পাবনায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ছুরিকা ঘাতে যুবক খুন।।

পাবনা প্রতিনিধি।।
পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার -৬ ডিসেম্বর- রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
ঘটনার জেরে শান্ত -২৮- নামে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুস সালাম।
নিহত যুবক চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে শিমুল -২১-। আহতরা একই এলাকার কাওসার -১৯- ও দিসার আলী -২০-।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় কয়েজন আহত হন। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা শুরুর আগেই মারা যান শিমুল।
এ ব্যাপারে ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২