প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৪৫ এ.এম
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ২।।
পাবনা প্রতিনিধি।।
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার -২০ নভেম্বর- রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মো. পরশ -১৫- এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইকচালক পুষ্প -৩৫-। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন- ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিল।
পথে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২