প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৫:১৩ এ.এম
পাবনায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহরণ কারী সিরাজগঞ্জ কড্ডা মোড় থেকে গ্রেপ্তার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনায় এক গৃহবধূকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়ার প্রায় ১৭ ঘন্টা পরে সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে পুলিশ।
সেখান থেকে অক্ষত অবস্থায় গৃহবধূ উর্মি খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুস সালাম বলেন- পাবনা যুব উন্নয়নের সামনে থেকে একজন নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যান অপহরণকারীরা।
খবর পেয়ে পাবনা থানার একটি বিশেষ টিম তাকে ফলো করতে করতে সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা থেকে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে। অপহরণকারীকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি আব্দুস সালাম।
ঘটনার বিবরণ থেকে জানা যায়- গত সোমবার -১৮ নভেম্বর- সকাল ৯টার দিকে ৫ থেকে ৭ জন একটি সাদা প্রাইভেটকারে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অবস্থান নেয়।
মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন আর ই সি প্রশিক্ষণে অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসামাত্র মাহিনসহ ৫-৭ জন কথা বলে গাড়ির কাছে নিয়ে যান।
পরে গাড়িতে থাকা ৪-৫ জন জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে পাবনা সদর থানায় উর্মি খাতুনের স্বামী রাকিবুল ইসলাম নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার এসআই মাহবুব আলমের নেতৃত্বে মঙ্গলবার -১৯ নভেম্বর- দিবাগত রাতে সিরাজগঞ্জ থানার কড্ডার মোড় এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণকারী মাহিনকে গ্রেপ্তার করে উর্মি খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২