প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ১১:৫৬ এ.এম
পানি নিস্কাশনের নালা না থাকায় সুন্দরগঞ্জে পৌর শহরে হাটু পানি।।
হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক নালা বা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার বিভিন্ন পাড়া বা মহল্লায় জমে যাচ্ছে হাটুপানি। যার কারণে পৌরবাসিকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। গত এক সপ্তাহের টানা ভারি বর্ষনে পৌরসভার বিভিন্ন সড়কে- শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এমনকি উপজেলা পরিষদ চত্বরে হাটু পানি জমে গেছে। গত ২৪ ঘন্টায়ও নালা না থাকার কারণে পানি বের হতে পারেনি। সে কারণে পৌরবাসি কষ্ট করে হাটু পানি পারি দিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামি কোমলমতি ছেলে মেয়েরা চলাচল করতে পারছে না।
পৌরসভার ৮নং ওয়ার্ড কলেজ পাড়ার মিজানুর রহমান জানান- ভারি বৃষ্টি হলেই চলাচলের রাস্তায় হাটু পানি জমে যায়। কলেজ পাড়ায় পানি নিস্কাশনের জন্য কোন প্রকার নালা না থাকায় বৃষ্টি বাদলে এই দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে সদর দাখিল মাদ্রাসা মাঠ- শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এমনকি উপজেলা পরিষদ মাঠেও হাটু পানি জমে গেছে।
শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলা কান্ত বসুনিয়া জানান- সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি জমে যায়। পানি নিস্কাশনের জন্য কোন প্রকার নালা নেই। বৃষ্টি বাদলের পর অত্যন্ত ৩৬ ঘন্টা সময় লাগে মাঠ হতে পানি সরে যেতে। বহুবার বিষয়টি পৌর কাউন্সিলর ও উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। আজও কোন ব্যবস্থা হয়নি।
পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন জানান- তিনি সবেমাত্র যোগদান করেছেন। ইতিমধ্যে পৌরসভার একটি বড় প্রকল্পের টেন্ডার হয়েছে। আশা করা যাচ্ছে কাজ শুরু হতে ছোটখাট সমাস্যা সমুহ সমাধান হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২