এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ , থানা, রাজনৈতিক-সামজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণ , শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলেন। পানছড়ি উপজেলা মাঠে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচ কাওয়াজ, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা- সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ, পানছড়ি উপজেলা প্রকৌশলী বিভাগের কর্মকর্তা আব্দুল খালেক, পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল কবির,। পানছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া , বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ পরিবারের সদস্যগণসহ প্রশাসনিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮