বুধবার -১১ জুন- সকাল আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় সূত্র জানায়, শিশু নুরনাহার বাড়ির উঠানে খেলছিলেন । পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা ও দাদি। কিছু সময় পর নদীর পাশে পাথর উত্তোলনের জন্য খনন করা একটি গভীর খালে তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮