প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৭:২৯ পি.এম
পাটগ্রামে তৃতীয় লিঙ্গের নাগরিকসহ ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার দহগ্রাম পানবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের “বিজিবি” কাছে তৃতীয় লিঙ্গের নাগরিকসহ ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার “২২ মার্চ” ৫ বাংলাদেশি নাগরিককে বিএসএফের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার ও পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলি।
তৃতীয় লিঙ্গের তিনজন নাগরিক হলেন- ঢাকার মিরপুরের ফরিদ ইসলাম এর সন্তান ফেরদৌস রশনি -২৬-, আনোয়ার হোসেন এর সন্তান হৃদয় হাসান নুরজাহান -২৮-ও মোয়াজ্জেম হোসেন এর সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি -২৭-।
অপর দুইজন নাগরিক হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আহমাদ আলির ছেলে আদম আলী -৫২- এবং আদমের স্ত্রী আমিনা বিবি -৪২-।
জানা যায়, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা ২০২২ সালে কুমিল্লা জেলার আগরতলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। এরপর শুক্রবার বিকেলের দিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ উপায়ে আসার সময় আঙ্গরপোতা বিওপি সীমান্তের কাছাকাছি তাদেরকে আটক করে ৬ বিএসএফের ওমর ক্যাম্প সদস্যরা। ওই দিন ৫১ বিজিবি, রংপুর ব্যাটালিয়নের অধীন পানবাড়ি বিওপির তিনবিঘা করিডোর সীমান্তের শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিং করে বিজিবি’র কাছে তাদেরকে হস্তান্তর করে ।
বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন কমান্ডার সুবেদার আইয়ুব আলী ও বিএসএফ দলের নেতৃত্বে দেন ওমর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমার।
সুবেদার আইয়ুব আলি জানান, বিএসএফ পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” আশরাফুজ্জামান সরকার বলেন, “ বিজিবি ৫ জন বাংলাদেশি নাগরিককে আমাদের কাছে হস্তান্তর করেছে ।তন্মধ্যে তৃতীয় লিঙ্গের ৩ জন, পুরুষ ১ জন ও নারী ১ জন। তাদেরকে অভিভাবকদের কাছে দেয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২