সোহানুর রহমান বাপ্পি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আবু তাহের মিয়া -৫০- নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার -২১ এপ্রিল- সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান সকালে আবু তাহের মিয়াসহ তিনজন কৃষক মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা পাশে একটি সেচ মেশিনঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মিয়া মারা যান।
ঘটনার পর স্থানীয়রা আহত দুই কৃষককে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আবু তাহের মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮