পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভায় সুপেয় পানির মান নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পানির স্যাম্পেল টেস্টিং প্ল্যান্ট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। পাইকগাছা পৌরসভা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে পৌরসভার সরল দীঘীর পাড়ে এ প্ল্যান্ট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যান্ট স্থাপন কাজের উদ্বোধন করেন পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, পানি শাখার বিল ক্লার্ক মোঃ শাহিনুর হোসেনসহ পৌরসভা ও ওয়াটার এইডের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্যাম্পেল টেস্টিং প্ল্যান্টটি স্থাপন সম্পন্ন হলে পৌরসভার সুপেয় পানির মান পরীক্ষার কার্যক্রম আরও সহজ, আধুনিক ও কার্যকর হবে। নিয়মিত পানির মান পরীক্ষা নিশ্চিত করা গেলে নাগরিকদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকাংশে লাঘব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮