পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে পাইকগাছা পৌরসভার উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অত্যাধুনিক ফগার মেশিন ব্যবহার করে দুই ওয়ার্ডের প্রধান সড়ক, অলি-গলি, ড্রেন, ঝোপঝাড়সহ মশার প্রজনন উপযোগী স্থানে ধোঁয়া স্প্রে করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কার্যক্রমটিকে সফল করে তোলেন।
পৌরসভার এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য-মশার বংশবৃদ্ধি রোধ, প্রাপ্তবয়স্ক মশা ধ্বংস এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রেখে সামগ্রিক জনস্বাস্থ্য রক্ষা করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে এই মশক নিধন অভিযান পর্যায়ক্রমে পুরো পৌরসভা জুড়ে চালানো হবে। তিনি সকল নাগরিককে বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশা দমন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে এলাকাবাসীরা নিয়মিত এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধারাবাহিক মশক নিধন কর্মসূচি মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮