পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপির দুই সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—চাঁদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান গাজী (হবি মেম্বর) এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জুয়েল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ এবং সদস্য সচিব এসএম ইমদাদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে পূর্বে দল থেকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদন এবং দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে ২ ডিসেম্বর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকসহ তৃণমূলের নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮