পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এ দিন এসআই মল্লিক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের মোঃ তোফাজ্জল মোল্লার পুত্র নজরুল মোড়ল (৪৬)-কে আটক করেন। তিনি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
অপরদিকে, এএসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সরল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলামকে আটক করেন। তিনি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮