প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২৩ পি.এম
পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন।।
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় সাদপন্থি খুনী-সন্ত্রাসী কর্তৃক ঢাকার টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথীভাইদের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার গড়ুইখালীতে পাইকগাছা-কয়রা ইত্তেহাদুল ওলামা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যাহারা রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লীদের হত্যা করতে পারে, তাহারা কখনো তাবলীগ জামাতের লোক হতে পারে না। তাহারা ইন্ডিয়ার র এর এজেন্টের সমস্ত প্রপাগাণ্ডা আমাদের দাওয়াতের তাবলীগের মাধ্যমে বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে চাচ্ছে সুতরাং অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত পূর্বক আইনের আওতায় এনে সরকারের কাছে ফাঁসির দাবী জানিয়েছেন বক্তারা।
এসময়ে উপস্থিত ছিলেন-পৌরসভার শিববাটির জামিয়া-তুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী কুদরত উল্লাহ কাসেমী- মুফতী সিরাজুল ইসলাম- নাজমুল হাসান- মাওলানা মনিরুল ইসলাম- গোলাম রব্বানী- আনারুল ইসলাম- তৈয়েবুর রহমান-সফিকুল ইসলাম- আনিসুর রহমান- হাফেজ আঃ মমিন- আঃ সবুর- শহিদুল ইসলাম- তোফায়েল আহমেদ ক্বারী আদম আলী- তাবলীগের মুরব্বি সৈয়দ আলী জোয়ার্দার, মাওলানা জাহাঙ্গীর আলম- মোস্তফা গাজী- আঃ জলিল ঢালী- মোঃ আতিকুর রহমান- মোঃ কামরুল ইসলাম সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২