প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ১:৪৩ পি.এম
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।।
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় অসহায় শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন বনবিবি। শুক্রবার সকালে উপজেলার নতুন বাজারস্ত কার্যলয়ে পরিবেশবাদি সংগঠন বনবিবি’র উদ্যেগে শীতার্ত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
এসময়ে তিনি বলেন- দেশে চলছে কনকনে শীত ও ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের অবস্থা অনেকটা নাজুক। এ কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সুতরাং সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়- তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। সে লক্ষে সেচ্ছাসেবী পরিবেশবাদি সংগঠন বনবিবি’র সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী- পরিবেশ কর্মি গনেশ দাশ- গোপাল অধিকারি- আলম গাজী প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২