পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। তীব্র শীত উপেক্ষা করে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসা পরিদর্শন করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে ইউএনও কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ কার্যক্রমের ধারাবাহিকতায় রবিবার (১১ জানুয়ারি) সকালে চাঁদখালী ইউনিয়নের আরও তিনটি মাদ্রাসায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দিনভর ব্যস্ত কর্মসূচির মধ্যেও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাপ্ত কম্বলগুলো নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এতে করে তীব্র শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এ সময় তিনি কপিলমুনি কাশিমনগর এলাকার মোহাম্মাদীয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, কপিলমুনি সদর এলাকার খাতুনে জান্নাত মাদ্রাসাসহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পিআইও অফিসের সহকারী সুজয় মন্ডলসহ আনসার সদস্যবৃন্দ।
এদিকে শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের এই সময়ে সরকারের এমন সহায়তা শিক্ষার্থীদের সুস্থতা রক্ষা ও পড়াশোনায় মনোযোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮