প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৩০ এ.এম
পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ।।
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও পলিথিন ব্যাগ জব্দ পূর্বক বিনষ্টের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে দোষীদের জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
জানা যায়- রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের সাধু পাড়ায় সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযান পরিচালনা করেন তিনি।
অভিযান পরিচালনাকালে মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার ও রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়ি থেকে ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রনব সাধুকে ৬ হাজার ও সত্য সাধুকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে জব্দকৃত ৩১৪ কেজি পলিথিন ব্যাগ ও ৪২ কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জানা গেছে- উক্ত পলিথিন ও কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা মতো।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, এসআই বাবলা দাশ- উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশ কনস্টেবল ঝন্টু দাশ, মোঃ লোকমান হোসেন, আনসার সদস্য প্রজয় কুমার দাশ- পেশকার মোঃ ইব্রাহিম ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন- নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এগুলো ক্রয় বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ। সুতরাং উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২