পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পির নির্বাচন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পাইকগাছা পৌরসভার চারটি সেন্টার কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে পৌরসভা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর পরিচালনায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
সভায় বক্তৃতা করেন সেলিম রেজা লাকি, আব্দুল মান্নান মিস্ত্রি, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, মোস্তফা মোড়ল, জিয়াউদ্দিন নায়েব, আতাউর রহমান, আলহাজ্ব মনিরুজ্জামান মনি, মোহাম্মদ আইয়ুব মোল্লা, অধ্যাপক এস এম লোকমান, মোহাম্মদ ওবায়দুল ইসলাম ডালিম, কাজী কামাল, ডা. শাহাবুদ্দিন, অ্যাডভোকেট শিমুল, মো. আব্দুল করিম গাজী, মোহাম্মদ জাকির সরদার, মোহাম্মদ গাজী, মোহাম্মদ কাইয়ুম, মোশাররফ হোসেন বাবলু, শাহিনুর রহমান শাহিন, ইব্রাহিম হোসেন, মো. মতলব গাজী, সাহাদুল ইসলাম, রাসেল গাজী, মোহাম্মদ রুহুল আমিন, রুবেল সর্দার, তুষার সরদার, মোহাম্মদ আল-আমিন, শাহীন এবং বাবু গঙ্গারাম মণ্ডল।
নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পির সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮