পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাইকগাছা পৌরসভার উদ্যোগে পাইকগাছা ক্যাথলিক মিশনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী মিশন কতৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে দশ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, মৃণাল কান্তি সানা, মিশন কতৃপক্ষের জোহন সরদার, আগষ্টিন সহ অন্যান্যরা।
এদিকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।
পাইকগাছা ক্যাথলিক মিশনের পক্ষ থেকে পৌরসভার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮