পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, আলহাজ্ব ফাতেমা রহমান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, অঞ্জলি রাণী শীল, আব্দুল আজিজ নায়েব, এসএম মোজাম্মেল হক, মাদ্রাসা সুপার মাওলানা আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং কলেজের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমান-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক ও প্রভাষক ইতি বৈরাগী। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮