পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পৌর এলাকায় বহনযোগ্য পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রযুক্তি (জোহকাসো) স্থাপনের লক্ষ্যে নির্বাচিত স্থান পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
পরিদর্শনকালে প্রকল্পটির বাস্তবায়ন সম্ভাবনা, কারিগরি দিক এবং পরিবেশগত প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোক প্রকল্পের ব্যবস্থাপক বিএ এম নাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জোহকাসো প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রযুক্তি স্থাপন হলে পৌর এলাকার পয়ঃবর্জ্য সুষ্ঠুভাবে পরিশোধন সম্ভব হবে, যা বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা মত দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮