প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ২:১৭ পি.এম
পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে লতায় বিএনপির মতবিনিময়।।
এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লতা ও চাঁদখালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বাজার সার্বজনীন পূজা মন্দির চত্বরে শারদীয় দূর্গা পুজা সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের লক্ষে মতবিনিময় করেন। স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল- সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হোসেন-সাবেক জেলা সদস্য মোল্লা মনিরুজ্জামান মনি। বক্তব্য রাখেন- আবু মুছা সরদার-লক্ষিরানী গোলদার- মাস্টার সাধু চরন বিশ্বাস,সুজায়েত গাজী- আকিজ বিশ্বাস- হুরায়রা বাদশা-মনিরুজ্জামান মনি-রায়হান পারভেজ টিপু- রাসেল হুসাইন- জাহিদ হাসান-কুদ্দুস গোলদার-ফরহাদ হোসেন- কাজী সোহাগ- বাহরুল ইসলাম- দীপংকর অধিকারী- জাহাঙ্গীর হোসেন-কামাল গাজী-শহিদুল সানা-অসিম মন্ডল- তপন মন্ডল- বাচ্চু সানা-মনিরুল খলিফা-মিজানুর রহমান-মারুফ- নুরুজ্জামান- বাবুল সরদার- সাহেব আলী-
দিলীপ মল্লিক- কুমারেশ সরকার-শ্বপন সরকার-সুজিত মন্ডল- বরুন রায়-জগদীশ মন্ডল- সুকৃতী রায়-জয়ন্ত সরকার- পার্থ মন্ডল- রমাকান্ত- জয় মন্ডল- রাজু মন্ডল প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২