প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৫:৪৭ পি.এম
পাইকগাছায় দধি ঘরে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা জরিমানা

এম জালাল উদ্দীন,পাইকগাছা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ কাপড়ের রং সহ খাদ্যদ্রব্যে ফ্লেভার মিশ্রনের অপরাধে দধি ঘরের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নেতৃত্বে পৌর সদরের দধি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ কাপড়ের রং সহ ফ্লেভার খাদ্যদ্রব্যে মিশ্রনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫৩ ধারায় কারখানা মালিক বিশ্বজিৎ কে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন ও আনসার সদস্যবৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২