প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৭:২১ পি.এম
পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এম জালাল উদ্দীন ,পাইকগাছা
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি " প্রতিপাদ্য'কে সামনে রেখে পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, এসআই অমিত দেবনাথ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সহসভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মীর নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ সিএ আব্দুল বারী, নিউটন গমেজ, সিপিপি পৌরসভা টিম লিডার কবির উদ্দিন সরদার, নয়ন মনি বিশ্বাস, আরিফুল ইসলাম রনি,সুমনা পারভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২