পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে উপজেলার লতা, লস্কর ও চাঁদখালী ইউনিয়নে চলমান বিভিন্ন অবকাঠামো সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
শনিবার (৩১ জানুয়ারি) এ পরিদর্শনে তিনি সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী, সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব। চলমান সংস্কার কাজের কারিগরি দিক ব্যাখ্যা করেন এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। তিনি বলেন, পরিকল্পিত ও মানসম্মত বাস্তবায়নের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্প স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে নিয়মিত তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এতে করে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনসাধারণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮