পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ওয়াবদা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও ২৩ নম্বর পোল্ডারের বাসিন্দারা। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় লস্কর ইউনিয়নের চৌকিদার মোড় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ আবুল হাসান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সরদার আব্দুল মাজেদ, মাহবুব জোয়ার্দার, মাসুম জোয়ার্দার, ভূমিহীন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র মণ্ডল, ভূমিহীন নেত্রী ইতিকা মণ্ডলসহ এলাকার স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ওয়াবদা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি প্রবেশ করানোর ফলে কৃষিজমি লবণাক্ত হয়ে পড়ছে, মিঠাপানির উৎস দূষিত হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে সাধারণ কৃষক ও ভূমিহীন মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ লবণ পানি উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্ত ওয়াবদা বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
এছাড়াও জেলা প্রশাসক ও সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ লবণ পানি উত্তোলনের অভিযোগে মোঃ আবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২১ জানুয়ারি একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮