পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “উপকূল দিবস”।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নতুন বাজার চত্বরে পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’-এর আয়োজনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. মোজাফ্ফার হাসান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, নুরুল আমিন, রাজু আহম্মেদ, কবি লিনজা আক্তার মিথিলা, শিক্ষার্থী সাদিয়া সুলতানা, সুবাইতা সুলতানা, ইকরা, শাহিনুর রহমান, মোজাম গাজী, গণেশ দাশ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যা উপকূলকে লণ্ডভণ্ড করে দেয়। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যানুসারে, ‘ভোলা সাইক্লোন’ পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর প্রাণঘাতী ঝড় হিসেবে বিবেচিত।
বক্তারা আরও বলেন, ওই ভয়াবহ দিনের স্মরণে এবং উপকূলের সুরক্ষা, সংকট, সম্ভাবনা ও বিকাশ নিশ্চিত করতে ১২ নভেম্বরকে সরকারিভাবে “উপকূল দিবস” ঘোষণা করার দাবি জানান।
আলোচনা সভার শেষে স্কুল পর্যায়ের উপকূল বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮