প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১২:০৩ পি.এম
পাইকগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।।

এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান- পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার- ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস- পৌর সভাপতি বাবুরাম মন্ডল- সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার- জেলা পূজা পরিষদ নেতা মৃত্যুঞ্জয় সরদার- শিক্ষক সুকৃতি মোহন সরকার- মুরারী মোহন সরকার- কনক সরকার- কালিপদ বিশ্বাস- কৃষ্ণেন্দু দত্ত- দেবব্রত মন্ডল- বিদ্যুত বিশ্বাস।
সভায় কেন্দ্রীয় পূজা পরিষদ ও জেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২