পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পাইকগাছার অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়ল।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার।
আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে তাদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী হিসেবে কুয়েত প্রবাসী পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের সোহেল রানা সোহাগকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় টিটিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮