প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৭:৫১ পি.এম
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

এম জালাল উদ্দীন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় একেরপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব যদি পাইকগাছায় একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকতো।
দুঃখের বিষয় পার্শ্ববর্তী সকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও এখানে কেবল নেই। তৎকালীন জনপ্রতিনিধিদের অসহযোগিতা, অকর্মণ্যতার জন্য এটির বাস্তবায়ন হয়নি। যার খেসারত দিচ্ছে সমগ্র উপজেলাবাসী। সর্বশেষ গত সোমবার পৌরসভার বাতিখালী ৮ নং ওয়ার্ডস্থ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি শেখ কামরুল হাসান টিপু’র ভাড়াটিয়ার ৮ টি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে চায়ের দোকানি চৈতন্য মন্ডল এবং ভ্যানচালক কবির হোসেন সর্বস্ব খুইয়েছে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। এঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘরের ভেতর থাকা বৃদ্ধ দিদিমা ও ছোট বোন কে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চৈতণ্যের ছেলে চয়ন মন্ডল -১৬- তাদের কে উদ্ধার করার সময় সে আহত হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আরেক ক্ষতিগ্রস্ত পরিবার ভ্যানচালক কবির হোসেনও আহত হোন।
ভাড়াটিয়া চা বিক্রেতা চৈতন্য বলেন, আমি তখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে দেখি আগুনে ঘরবাড়ি, গাছপালা সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর অবশিষ্ট কিছুই নাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করবো, পরিবার নিয়ে কোথায় থাকবো কিছুই জানিনা। পরিবার নিয়ে সহায় সম্বলহীন হয়েগেছি। পরেনের এই পোশাক ছাড়া কিছুই নাই। ক্ষোভের সাথে ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কয়রা, দাকোপ, সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও পাইকগাছা উপজেলায় নাই। আজ যদি একটা ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে এ ভয়াবহ ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হতো। এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, এসিল্যান্ড মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি মো. সবজেল হোসেন এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডা. আব্দুল মজিদ এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর পক্ষে সভাপতি জিএম শুকুরুজ্জামান রান্নার প্রয়োজনীয় সামগ্রী। রাতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের প্রাথমিক নগদ অর্থ সহায়তা করেন। এবং পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জেলা সদস্য অ্যাড. আব্দুল মজিদ ও আব্দুল্ল্যাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, কাপড় চোপড় ও শুকনো খাবার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার -ভূমি- মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসময় অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের গুলো পাশে সহায়তা হাত বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান। এদিকে, স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে পাইকগাছায় অতি দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২