এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ইটভাটা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফাইভ স্টার ইটভাটা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন ও জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আবুল কালাম আজাদ ইটভাটা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে।
তিনি ভাটা মালিকদের প্রতি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং মানবিক ও উন্নত আবাসন সুবিধা প্রদানের আহ্বান জানান।
মতবিনিময় সভায় শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, আপদকালীন সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উৎপাদনের চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় শ্রমিকদের সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং সমাজে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত শ্রমিকরা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরলে মাওলানা আবুল কালাম আজাদ সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং যথাসাধ্য সমাধানের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় ফাইভ স্টার ইটভাটার কয়েকশ’ শ্রমিক অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮