ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টারা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মিজানুর রহমান ও বাবুল হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম এনং মাবুদ মন্ডল, মাসুম রেজা, আবু হানিফ শহিদুল ইসলাম রতন, আসাদুজ্জামান মুকুল, আব্দুল মতিন, হারুনুর রশিদ, আবু তাহের, সাইদুর রহমান সহ সকল সদস্য অনেকেই উপস্থিত ছিলেন।
পাঁচবিবি মডেল প্রেসক্লাব সব সময়ই মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, শীতের ঠান্ডায় প্রেসক্লাবের দেওয়া কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা এই মানবিক উদ্যোগের জন্য পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮