প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ৮:৫৯ এ.এম
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।।
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ। এ সময় উপস্হিত ছিলেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত, আমদিয়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খান, পাঁচদোনা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের কো - অপ্ট সদস্য ফ. আ. সাঈদ হাসান কাজল, অভিভাবক সদস্য মো. মাসুদ আলম, অভিভাবক সদস্য প্রদীপ রঞ্জন সাহা, অভিভাবক সদস্য লিটন চন্দ্র ভৌমিক, অভিভাবক সদস্য মো. কামাল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আনজুমান রহমান, শিক্ষক প্রতিনিধি মো. নজমুল শাহিন, শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম।
বুধবার সকাল থেকে প্রাথমিক শাখা, স্কুল শাখা ও কলেজ শাখার বিভিন্ন ইভেন্টে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় সব ইভেন্টে সার্বিক সহযোগিতা করেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ অহিদুজ্জান , সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন। যে সব ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য ৪০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, টেনিস বল নিক্ষেপ, পাতিল ভাঙা, সতিনের ছেলে কেউ রাখে না কোলে, রশি ঘুরানো, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, ব্যাঙের লাফ,লাফ দাফ লাফ, মায়ের কোলে ছুটে এসো, পান না তাই খান না প্রভৃতি। খেলার ফলাফল সংরক্ষণ করেন সিনিয়র শিক্ষক সুজন দও, অফিস সহকারী কবির হোসেন।
৩ ডিসেম্বর শনিবার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাঃ,মোবারুল ইসলাম। পুরষ্কার বিতরন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ , মুনিয়া মুন ও মেরী সঙ্গীত পরিবেশন করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২