প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ৫:৪৭ এ.এম
পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লালপুরে বিক্ষোভ মিছিল।।
আবু তালেব
লালপুর - নাটোর - প্রতিনিধি।।
পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার -২৮অক্টোবর- বিকেলে লালপুর উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে শুরু হয়ে লালপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিল শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন- ২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সাথে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হলেও আওয়ামী সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে নতুন সরকারকে। তিনি আরো বলেন ১৫ বছরে ঘটে যাওয়া সকল অপরাধের বিচার করতে হবে । ছাত্রলীগ- যুবলীগ-কৃষকলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নামক সংগঠনের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন- নাটোর জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব- উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম-সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন-উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাহিদ হাসান-সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি হামিদুল ইসলাম- সাবেক জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পশ্চিম শাখা ছাত্র শিবির সভাপতি সাব্বির আহমেদ- পূর্ব শাখা ছাত্র শিবির সভাপতি শরিফুল ইসলাম ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২