প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:২৪ পি.এম
পলাশ মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

অরবিন্দ রায়,
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল জিনারদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
মো. রাকীন মাশরুক খানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক এখন সামাজিক সমস্যা । প্রতিটি পরিবার থেকে মাদক প্রতিরোধ শুরু করতে হবে । মা-বাবাকে খেয়াল রাখতে হবে তার সন্তান কাদের সাথে চলাফেরা করে। সন্তানদের চলাফেরা ও সঙ্গী-সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দল-মত নির্বিশেষে একসাথে মাদক প্রতিরোধে কাজ করতে হবে। জিনারদী ইউনিয়ন মাদক প্রতিরোধে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে । মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, জিনারদী ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ মোল্লা , পলাশ থানা যুবদলের যুগ্ন আহব্বায়ক মো. মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মো.মোস্তফা কামাল, জামায়াতে ইসলাম জিনারদী ইউনিয়ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিয়া, ইসলামী ঐক্যজোট জিনারদী ইউনিয়নের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, কালী মন্দির জিনারদী ইউনিয়ন সাবেক সভাপতি বিজয় বনিক, জিনারদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউসার সরকার, শিক্ষক নাসির উদ্দিন, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২