অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে কনকনে শীত আর কুয়াশায় শ্রমজীবি মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন মজুর, রিক্সা চালক, অটো রিকশা চালক ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
নরসিংদী হাড় কাঁপানো শীতে অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরে সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। মেঘ আর সূর্যের লুকোচুরি চলছে। দিনভর হিমেল বাতাসের জন্য হাড় কাঁপানো কনকনে শীতে দিনমজুররা কাজ করতে পারছে না। বৃদ্ধ রিকশা চালকরা সারাদিন রিকশা চালিয়ে বিভিন্ন ঠান্ডা জনিত রোগে ভোগছেন।
সন্ধ্যা নামার আগেই অন্ধকার নেমে আসে। তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন। ঠান্ডা উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটে চলেছেন তারা। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন অনেকেই।
ভোর থেকে কুয়াশা থাকায় ঢাকা - সিলেট, নরসিংদী - মহাখালী সড়কে যানবাহানগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এই শীতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
নরসিংদী জেলা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, শীত নামার সঙ্গে সঙ্গে শিশু-বৃদ্ধ রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এ শীতে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসকের পক্ষ থেকে ‘শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।
নরসিংদী রেল স্টেশন, ঘোড়াশাল রেল স্টেশন , বেদে পল্লী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠিসহ ছিন্নমূল, ভাসমানদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, শীতের কারণে স্কুল, কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮