ইবি প্রতিনিধি।।
পরীক্ষার অসদুপায় অবলম্বনের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি-১২ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৪ শিক্ষার্থীর এক সেমিস্টারের সকল কোর্স এবং ৭ জনের একটি নির্ধারিত কোর্সের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাকি একজনকে শেষ বারের জন্য সতর্ক করা হয়েছে।
রোববার -২৪ মার্চ-ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গত ১৩ মার্চ পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৬৬তম সভার সুপারিশ অনুযায়ী আজ উপাচার্যের সিন্ডিকেট সভায় অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শাস্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫-১৫- ৬-১- ৬-৩- ও ৬-১৫-ধারা মোতাবেক ৪জনের একটি সেমিস্টার, ৭জনের একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এতে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের ২ জন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ২ জন শিক্ষার্থীর একটি সেমিস্টারের সকল কোর্সের পরীক্ষা বাতিল করা হয়। অন্যদিকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩ জন, একই বর্ষের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের একজনের একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে সকল খরচ বহন সাপেক্ষে এসব শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কোর্সটির রিটেক পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজনকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স বাতিল করা হয়েছে। পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের বিভিন্ন ধারা অনুযায়ী তাদের শাস্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮