শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে রিজুয়ান আরা লিজা এবং সাধারণ সম্পাদক পদে তাসলিমা জান্নাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শুক্রবার (২৫ জুলাই) কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা মমতাজ মহল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিএমএ'র সভাপতি মোহাম্মদ আলম এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন:
সিনিয়র সহসভাপতি: শাহিন আক্তার
সহসভাপতি: নাসরিন জাহান
যুগ্ম সম্পাদক: রুমি পাল
সাংগঠনিক সম্পাদক: নাহিদা আক্তার শিমুল
অর্থ সম্পাদক: জেসমিন সুলতানা
প্রচার ও প্রকাশনা সম্পাদক: তারজিনা আকতার লিপি
দপ্তর সম্পাদক: সিদরাতুল মুনতাহা
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুন্নাহার মরিয়ম
সমাজকল্যাণ সম্পাদক: দিলশাদ শিউলি
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন:
বৃষ্টি দে মুন্নী, তাজনিন মোস্তারি, শাহিদা সুলতানা, শামিমা আকতার মিনু, শারমিন আকতার ও এইখিন রাখাইন।
এছাড়াও, সমিতির ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন ফাতেমা আনকিছ ডেইজি। অন্যান্য উপদেষ্টারা হলেন: লক্ষী রণী চৌধুরী, আয়েশা আকতার মুন্নী, হামিদা জান্নাত, শ্যামলী দাশ, মিতা বড়ুয়া ও হোসনে আরা।
সমিতির নেতৃবৃন্দ আগামীর কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮