জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি- শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: আবুইউসুফ।
রবিবার -১৮ আগস্ট- সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- এ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক -ভারপ্রাপ্ত- জনাব মুহাম্মদ আবু হানিফ এর পরিবের্তে প্রফেসর ড. মো: আবুইউসুফ- কৃষিতত্ত্ব বিভাগ- পবিপ্রবি-কে সাময়িক ব্যবস্থাপনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক -অ.দা.- এর দায়িত্ব প্রদান করা হলো। এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে জনাব মুহাম্মদ আবু হানিফ-কে উক্ত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো।
উল্লেখ্য যে -এর আগে শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক হিসেবে মুহাম্মদ আবু হানিফ দায়িত্ব পালন করছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮