জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি- নতুন পরিবহন কর্মকর্তা হলেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন।
মঙ্গলবার -১৭ সেপ্টেম্বর- জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানান হয়।
অফিস আদেশে বলা হয়- এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবহন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের পরিবর্তে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেনকে পরিবহন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর বলে বিবেচিত হবে।
পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন বলেন- বিশ্ববিদ্যালয়ের জন্য পরিবহন শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী সকলেই পরিবহন সুবিধা গ্রহণ করে থাকে। আমি চেষ্টা করবো পরিবহন শাখাকে সকল প্রকার অনিয়মের ঊর্ধ্বে রেখে সুষ্ঠুভাবে সেবা প্রদান করতে। সকলের সহযোগিতার মাধ্যমে এই শাখা সমৃদ্ধ হবে আশা করি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮