জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০.০০টায় স্ব-স্ব অনুষদে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ক্লাস কার্যক্রম শুরু হবে। এ বছর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ও জিএসটি গুচ্ছ উভয় পরীক্ষায় উত্তীর্ণ ৭৩২ জন শিক্ষার্থীর একই সময়ে এ ওরিয়েন্টেশন হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত'র অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।পবিপ্রবিতে নবাগত শিক্ষার্থীদের পদচারণা শুরু হয়েছে।ইতিমধ্যেই নবাগত শিক্ষার্থীরা বিভিন্ন হলে তাদের বরাদ্দকৃত আসন গ্রহণ করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮