পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) "জাতীয় গ্রন্থাগার দিবস" পালিত হয়েছে।
সোমবার (২০শে ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এরপর তিনি সকাল ১০.৩৫ মি. একই সাথে কেন্দ্রীয় গ্রন্থাগারে থিসিস কর্ণার এবং ডিজিটাল রিসোর্সেস এক্সেস সেন্টার'র উদ্বোধন করেন।পরবর্তীতে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের জন্য "স্মার্ট বাংলাদেশে গ্রন্থাগারের ভূমিকা" শিরোনামে উপস্থিত বক্তৃতা'র আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সাহিত্য জাতির দর্পণ, সাহিত্যে একটি জাতির আশা-আকাঙ্ক্ষা, জীবনেতিহাসের প্রতিফলন ঘটে আর সেই সাহিত্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেয় গ্রন্থাগার।তিনি আরো বলেন, যে জাতির গ্রন্থাগার যত বেশি সমৃদ্ধ, সে জাতি তত বেশি উন্নত।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮